২০২২ সালে ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বীর ৭২ জনের মৃত্যু হয়। ওই দিন দুপুরে ২ শতাধিক যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল নৌকাটি। মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে পুজো-অর্চনা করতে যাচ্ছিলেন তারা। করতোয়া ট্রাজেডির দুই বছর পার হলেও এখনো শোক কাটেনি স্বজনদের। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অভিযোগ আছে, যাত্রীর চাপ অতিরিক্ত, নদীর স্রোত ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। অনেক পরিবারের সবাই, কারও বাবা, মা-ভাই, বোন ও সন্তান প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর পঞ্চগড়-২ আসনের তখনকার এমপি ও সাবেক রেলমন্ত্রী ওই ঘাটে সেতু নির্মাণের ঘোষণা দেন। পরের বছর সেতুর কাজ উদ্বোধন হয়। প্রতি বছর মহালয়া উপলক্ষে দেশের হাজার হাজার পুন্যার্থী বদেশ্বরী মন্দিরে পুজো উৎসবে যোগ দেন। এ বছর ২ অক্টোবর মহালেয়া উৎসব উদযাপন হবে। এ উপলক্ষে গতকাল প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় জেলা প্রশাসক সাবেত আলী সভাপতিত্ব করেন। এর আগে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা আউলিয়া ঘাট পরিদর্শন করেন।