নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদল কর্মী শাওন হত্যা মামলা থেকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী, সাবেক স্থানীয় এমপিকে বাঁচাতে বাদীকে তুলে এনে হলফ নামায় স্বাক্ষর রাখার প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করা হয়েছে। বিএনপির চিনিশপুর কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে শহীদ ছাত্রদল কর্মী শাওনের ভাই অলিউল্লাহ এ দাবি জানান। অলিউল্লাহ বলেন, ১৯ জুলাই মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিলে অংশ নেয় শাওন। মিছিলটি সোনালি টাওয়ারের কাছে পৌঁছালে শেখ হাসিনার দোষরা নির্বিচারে গুলি করে। আমার ভাইর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় আমি মাদবদী থানায় মামলা করি। ২ অক্টোবর কয়েকজন আমাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তুলে নেয়। তারা আইনজীবী সমিতিতে এনে মামলা তুলে নিতে জোরপূর্বক হলফনামায় স্বাক্ষর নেয়।