জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-আগুনের মামলায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বামনডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি বুলবুল ইসলাম গতকাল এ তথ্য জানান।
ওসি বলেন, শমেস উদ্দীন বাবু গাইবান্ধা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন বিএনপি নেতা আবদুল হাই সরকার। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।