মেহেরেপুররে গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কায় নাছিরন খাতুন (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হযেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিরন খাতুন গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মধ্য পাড়ার মৃত আব্দুল মোতালেবের মেয়ে।
গ্রামবাসী জানান, মেহেরেপুর-কুষ্টিয়া সড়করে চোঁখতোলার জোড়পুকুরিয়া বাজারে যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার নাছিরনকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে বামন্দী ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে নাছিরনের মৃতদেহ উদ্ধার করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বারসহ চালককে পুলশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ