কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর আমীর ড.শফিকুর রহমানে ঝিনাইদহে আসা উপলক্ষে জেলার দলীয় নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহর জামায়াতে আমীর ও ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এতে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর হারুন উর রশিদ,সেক্রেটারি হাফিজুর রহমান ও ইসলামী ছাত্র শিবির নেতা আব্দুল্লাহসহ আরও অনেকে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য নেতৃবৃন্দরা বলেন খুনি, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে জামায়াতে ইসলামীকে জনগণের ভোটে ক্ষমতায় আনলে একটি ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সেই সাথে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
অপরদিকে, সংখ্যালঘুদের উপর কেউ যাতে হামলা করতে না পারে এবং কোনও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার জেলা শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর আমীর ড. শফিকুর রহমানসহ জেলা,উপজেলা আমীর ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ