ওপেকের সঙ্গে যোগসাজশ করে জ্বালানি কোম্পানিগুলো যেন তেলের দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে একটি আইন করতে চান ডেমোক্র্যাটিক পার্টির কিছু আইনপ্রণেতা।
বুধবার এমন একটি বিল মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে। মার্কিন কংগ্রেসে বিলটি এনেছেন সিনেটার এডওয়ার্ড মার্কি এবং প্রতিনিধি পরিষদ সদস্য নেনেট ব্যারাগান।
ওপেকের সঙ্গে মিলে তেলের দাম বাড়ালে কোম্পানিগুলোকে দায়ী করার কথা বিলে বলা হয়েছে।
বিলে আরও বলা হয়, ফেডারেল ট্রেড কমিশন যদি প্রমাণ পায় যে কোনো জ্বালানি কোম্পানি ওপেকের সঙ্গে যোগসাজশ করছে, তাহলে তারা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত জল ও স্থলভূমিতে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য যোগ্য বিবেচিত হবে না।
উল্লেখ্য, ওপেক হলো তেল রপ্তানিকারক কিছু দেশের জোট, যারা বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল বিক্রি করে।
বিডি প্রতিদিন/এমআই