ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয় বিজয় অর্জনের দেড় মাস অতিক্রান্ত হয়েছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা পুনরুদ্ধারের ঐতিহাসিক নতুন সূচনা হয়েছে লাল-সবুজের দেশে। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কঠিন কাজটি করছে। দেড় দশকের অনিয়ম-অনাচার, দুর্নীতি-দুঃশাসনে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে। আইন, বিচার, প্রশাসনে দলীয়করণ ও চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে মেরুদন্ড ভেঙে গেছে গণতন্ত্রের এ তিন স্তম্ভের। গণতন্ত্র পরিণত হয়েছিল স্বৈরাচারের পরিবারতন্ত্রে। অন্তত তিনটি নির্বাচনে দেশের মানুষের ভোট দেওয়ার দরকার হয়নি। জাতীয় নির্বাচন হয়ে গেছে এবং ক্ষমতাসীন সরকারই পুনর্নির্বাচিত হয়ে সদম্ভে দেশ শাসন করতে থেকেছে। লুটপাট, অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল দেশ। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করছে সরকার। খোলনলচে বদলে ফেলতে হবে এগুলোর। দেশের মানুষকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তুলতে হবে। গণতন্ত্রকে বিপদ মুক্ত করতে হবে। এ গুরুত্বপূর্ণ কথাটাই জোর দিয়ে উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশের গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয়। কোনো অপশক্তি যেন গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য অর্জন এবং অর্জিত সাফল্যের ধারা নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল অর্থনৈতিক মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। দেশের মানুষের মুখে মুখে ফেরে- ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার নিরাপত্তা সবার। ধর্মের পরিচয়ে কেউ এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। যারা ধর্মের দোহাই দিয়ে বিভেদ-হিংসা ছড়ায় তারা নিজ নিজ ধর্মেরই বিরুদ্ধাচরণ করে। পৃথিবীর কোনো ধর্মে হিংস্রতার স্থান নেই। পরমতসহিষ্ণুতা সব ধর্মের শিক্ষা; গণতন্ত্রেরও। এগুলোর ব্যত্যয় ঘটালেই বিচ্যুতি। ওত পেতে আছে তৃতীয় পক্ষ। বিপ্লবে অর্জিত বিজয় ছিনিয়ে নেওয়ার মতলবে নানাভাবে পানি ঘোলা করার অপচেষ্টা এখনো চলছে। এ চেষ্টা মোকাবিলা করে গণতন্ত্র ঝুঁকিমুক্ত ও সুসংহত করাই এখন জরুরি কর্তব্য। সে কর্মপ্রবাহে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সহযোগিতা আবশ্যক।