অনিরাপদ কৃষি চর্চার ফলে দেশে নিরাপদ খাদ্যের জোগান নিশ্চিত করা যাচ্ছে না। পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে না। ক্ষুধা মোকাবিলায় দেশে কিছুটা অগ্রগতি হলেও মাঝারি মাত্রার ক্ষুধা এখনো রয়েছে। ২০২৪-এর বৈশ্বিক ক্ষুধাসূচকে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ১১ শতাংশ মৃত্যুঝুঁকিতে। ২৩ দশমিক ৬ শতাংশের শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। দেশ ক্ষুধা হ্রাসে সামান্য অগ্রগতি অর্জন করলেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তা যথেষ্ট নয়। বুধবার রাজধানীতে ‘জিরো হাঙ্গার : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়েলথ হাঙ্গার হিলফ যৌথভাবে প্রকাশ করা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ মাঝারি মাত্রার ক্ষুধাপীড়িত দেশের তালিকায় রয়েছে। প্রতিবেদনে তুলে ধরা বেদনাদায়ক তথ্য হলো- দেশে ২ দশমিক ৯ শতাংশ শিশু পাঁচ বছর বয়সের আগেই মারা যায়। ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ২৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি তুলনামূলক কম এবং ১১ শতাংশ শিশু থাকে মৃত্যুঝুঁকিতে। এমন একটা উদ্বেগজনক বাস্তবতায়, পরিস্থিতি উন্নয়নে, মাছসহ দেশে যত রকম প্রাকৃতিক খাদ্য আছে, তা রক্ষার ওপর জোর দিতে হবে। শস্য উৎপাদনে অজ্ঞতাপ্রসূত অনিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে উৎপাদিত খাদ্য গ্রহণে ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক অসুখ বাড়ছে। এসব বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে হবে সরকারের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার, নাগরিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়নকর্মীদের। তাঁদের সঙ্গে সংযুক্ত করতে হবে সরেজমিন মাঠে কাজ করা কৃষক, কৃষিবিদ, পুষ্টিবিদদেরও। শস্য উৎপাদন বৃদ্ধির কৌশল শিখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সার-কীটনাশক প্রয়োগের মাত্রাজ্ঞানও দিতে হবে কৃষককে। তার প্রয়োজনীয় তদারকিও করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য ও পুষ্টি সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতি জারি থাক।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
খাদ্যসূচক
পিছিয়ে থাকার দিন শেষ হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর