অনিরাপদ কৃষি চর্চার ফলে দেশে নিরাপদ খাদ্যের জোগান নিশ্চিত করা যাচ্ছে না। পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে না। ক্ষুধা মোকাবিলায় দেশে কিছুটা অগ্রগতি হলেও মাঝারি মাত্রার ক্ষুধা এখনো রয়েছে। ২০২৪-এর বৈশ্বিক ক্ষুধাসূচকে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ১১ শতাংশ মৃত্যুঝুঁকিতে। ২৩ দশমিক ৬ শতাংশের শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। দেশ ক্ষুধা হ্রাসে সামান্য অগ্রগতি অর্জন করলেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তা যথেষ্ট নয়। বুধবার রাজধানীতে ‘জিরো হাঙ্গার : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়েলথ হাঙ্গার হিলফ যৌথভাবে প্রকাশ করা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ মাঝারি মাত্রার ক্ষুধাপীড়িত দেশের তালিকায় রয়েছে। প্রতিবেদনে তুলে ধরা বেদনাদায়ক তথ্য হলো- দেশে ২ দশমিক ৯ শতাংশ শিশু পাঁচ বছর বয়সের আগেই মারা যায়। ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ২৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি তুলনামূলক কম এবং ১১ শতাংশ শিশু থাকে মৃত্যুঝুঁকিতে। এমন একটা উদ্বেগজনক বাস্তবতায়, পরিস্থিতি উন্নয়নে, মাছসহ দেশে যত রকম প্রাকৃতিক খাদ্য আছে, তা রক্ষার ওপর জোর দিতে হবে। শস্য উৎপাদনে অজ্ঞতাপ্রসূত অনিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে উৎপাদিত খাদ্য গ্রহণে ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক অসুখ বাড়ছে। এসব বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে হবে সরকারের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার, নাগরিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়নকর্মীদের। তাঁদের সঙ্গে সংযুক্ত করতে হবে সরেজমিন মাঠে কাজ করা কৃষক, কৃষিবিদ, পুষ্টিবিদদেরও। শস্য উৎপাদন বৃদ্ধির কৌশল শিখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সার-কীটনাশক প্রয়োগের মাত্রাজ্ঞানও দিতে হবে কৃষককে। তার প্রয়োজনীয় তদারকিও করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য ও পুষ্টি সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতি জারি থাক।
শিরোনাম
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র