এ মুহূর্তে জাতির সামনে বিশাল চ্যালেঞ্জ- প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন অপচেষ্টা প্রতিহত করে পুরনো ফ্যাসিবাদী ও নব্য-ফ্যাসিবাদীদের প্রতিরোধের মহাযুদ্ধ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসনের যুদ্ধ, গণমানুষের অর্থনৈতিক মুক্তির যুদ্ধ। ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের মুক্তিবাহিনী বিজয় অর্জন করেছিল- ৯ মাসের রক্ত-নদী বইয়ে দেওয়া লাখ লাখ শহীদের ও হানাদার-সেনাদের নিপীড়নে কয়েক লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিশাল আত্মত্যাগের বিনিময়ে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও তাঁর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের এবং সরকারপ্রধানসহ সবার পলায়ন ও ভারতে আশ্রয়গ্রহণের পর এই বছরের ১৬ ডিসেম্বর যে বিজয় দিবস পালিত হচ্ছে তা জাতির ‘দ্বিতীয় মুক্তির’ প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। পুরো জাতি ফ্যাসিবাদী স্বৈরশাসনমুক্ত হয়ে এখন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের নতুন ধাপের দিকে এগোচ্ছে। এরই মধ্যে দশটি সংস্কার কমিশন ও একটি অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি ব্যাপক সংস্কারকাজ হাতে নিয়েছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি ইতোমধ্যে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের অপরিসীম অর্থনৈতিক লুটপাট ও সেই রাষ্ট্র-ডাকাতির অর্থের প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য পরিবেশন করেছে, তা দেখেশুনে দেশবাসীর ভিরমি খাবার দশা। এটা সম্ভবত দেশবাসী এমনকি বিশ্ববাসীর কল্পনাকেও হার মানিয়েছে। সাইকিক-পেশেন্ট শেখ হাসিনা কী চমৎকার উন্নয়ন এই রাষ্ট্রের মানুষের জন্য করে গেছেন, তা ভাবতেও ভয় হয়। রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড চাপের মুখে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন শুরু করেছে। তাঁরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২ মার্চ, ২০২৫ দেশের নাগরিকদের কাছে ভোটার তালিকা প্রকাশ করবেন এবং তারপর একটানা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার সংযোজন এবং ভোটারদের তথ্য হালনাগাদ করা হবে। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারকাজ চলছে, তবে বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দলই দ্রুত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করার দাবি তুলছে অবিরাম। তাদের ভয় অন্তর্বর্তী সরকারকে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ব্যর্থ প্রমাণ করতে পারলে দেশবাসীকে তাদের পক্ষে টানতে সক্ষম হতে পারে।
অবশ্য গণতন্ত্র ও সুশাসন কায়েমে আগ্রহী সুশীল সমাজের প্রায় সবাই এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বেশির ভাগ এবং তাঁদের সমর্থক ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-সংগঠকরা নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজগুলো জরুরি ভিত্তিতে সম্পাদনের ওপর জোর দিচ্ছেন। তাঁরা ফ্যাসিবাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গণহত্যাযজ্ঞ চালানো এবং চল্লিশ লাখ কোটি টাকা (কমপক্ষে) রাষ্ট্র-লুণ্ঠনের বিচারকাজ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন করতে আগ্রহী। সব মামলার বিচার শেষ করা সম্ভব না হলেও প্রধান প্রধান অপরাধীদের বিচার সম্পাদন এবং অন্যদের বিচারকাজ পরবর্তী সরকার/সরকারগুলোর আমলে সম্পন্ন করার লক্ষ্যে বিচার প্রক্রিয়া যথাযথভাবে চলমান রাখার ওপর জোর দিচ্ছেন। সুশীল নাগরিক গোষ্ঠী ও আন্দোলনের মূল শক্তি ছাত্র-গণমানুষ ভয় পাচ্ছেন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অন্য সব নেতারা অবৈধ পন্থায় অর্জিত তাঁদের লাখ লাখ কোটি টাকা রাজনৈতিক দলগুলো ও বিচারকাজে জড়িতদের মাঝে ঢেলে দিয়ে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের কিনে ফেলে সবকিছু ভণ্ডুল করার অপচেষ্টা চালাতে পারে। সেই আশঙ্কা শতভাগ; আর এই দেশে অবৈধ অর্থ সহজ পথে পেয়ে গেলে তা ফিরিয়ে দিয়ে সৎ কর্মটি সম্পাদন করবেন এমন ক্ষমতাশালী মানুষের সংখ্যা কম, মানে ক্ষমতাধর মানুষের সংখ্যাই বেশি। দুর্নীতিবাজ ডাকাত-দস্যুর দেশ এটা। সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ এসব ক্ষমতাধর লোকগুলোর কাছে ‘ক্রীতদাসে’ পরিণত। ৫৩ বছরের রাষ্ট্রের ইতিহাস তার সাক্ষ্য দেয়। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাদের বিচার এই সরকারের আমলে যতটা বেশি সম্পাদন করা যায় ততটাই মঙ্গল। আর ওই সব গণহত্যাকারী ও রাষ্ট্র-লুটেরাদের বিচার সম্পন্ন না করে তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ, এমনকি আওয়ামী লীগকে দল হিসেবে রাজনীতির সুযোগ দেওয়া ঘোরতর অনাচার, হবে মহাপাপ। শহীদদের আত্মার প্রতি, তাদের পরিবারগুলোর প্রতি বেইমানি এবং যারা গুরুতর আহত তাদের প্রতি, তাদের পরিবারগুলোর সঙ্গে বেইমানি বলে প্রমাণিত হবে।
বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো দ্রুততার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন চচ্ছে, তার প্রধান কারণ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বেশির ভাগের অদক্ষ কর্মকাণ্ড , ঢিলেঢালা ভাব, কাজের চেয়ে কথা বেশি বলা, আর নন-সিরিয়াস ভাবসাব, শুধু মন্ত্রিত্ব উপভোগ, রাষ্ট্রের কাজকর্মে কেবল গলাবাজি চালানো ইত্যাদি নেতিবাচক বিষয়াদি। তাঁরা সাধারণ মানুষের নিজ নিজ বৈধ উপার্জনে বেঁচে থাকার জন্য নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আর ‘এনজিও মার্কা হালকা-কর্মকাণ্ড’ পরিচালনা তাদের মন-মেজাজে ‘নন-সিরিয়াস’ ভাবটা বাজেভাবে প্রমাণ করে দিচ্ছেন। অল্প কয়েকজন উপদেষ্টা ব্যতিক্রম তাদের কর্মকাণ্ডে গতিশীলতা প্রমাণ করতে পেরেছেন কমবেশি। অন্য উপদেষ্টারা কথা বলেন বেশি, আসল কাজ করেন অনেক কম; তাই সরকারের কর্মকাণ্ডে দেশবাসীর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়নি, হচ্ছে না। প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মোসাহেব ও এজেন্ট আমলাদের নতুন সরকার কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে, তাদের পুরোপুরি অপসারণ ও সৎ-কর্মদক্ষ আমলাদের জায়গামতো বসানোও সম্ভব হয়নি, যা হয়েছে তা অতি নগণ্য ‘রিপ্লেসমেন্ট’।
মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান পঁচাত্তরের শেষ ভাগে রাষ্ট্রক্ষমতায় এসে আমলা-গোষ্ঠীকে মোটামুটি জবাবদিহির মুখোমুখি দাঁড় করাতে পেরেছিলেন। তখন তাদের কাজে গতিশীলতা ছিল, দুর্নীতি তুলনামূলক হিসেবে কমানো সম্ভব হয়েছিল। সামরিক স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে সামরিক ও বেসামরিক আমলা গোষ্ঠীকে ব্যাপক দুর্নীতির সুযোগ করে দেন, তাঁর সঙ্গে যোগ দেওয়া রাজনীতিকরাও দুর্নীতির চ্যাম্পিয়ন ছিলেন একেকজন।
এরশাদের স্বৈরশাসনের ৯ বছরে অন্তত তখনকার ৯০ হাজার কোটি টাকা (এখনকার মুদ্রামানে ৭ লাখ কোটি টাকা) রাষ্ট্র-লুণ্ঠন করেছে এরশাদ, তাঁর পরিবারের লোকজন, তাঁর মন্ত্রী ও অন্যান্য স্বজন। কোনো বিচার হয়নি লুটেরাদের, সেই লুটের অর্থ পুনরুদ্ধার করা হয়নি, চেষ্টাও করেনি কেউ। এখনো সবার আশঙ্কা- আওয়ামী লীগ দস্যু-ডাকাতদের লুণ্ঠিত ও পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে না, রাষ্ট্র ও দেশবাসী চিরতরে ঠকতেই থাকবে, নিঃস্ব থেকে আরও নিঃস্ব হতে থাকবে।
বেআইনি অস্ত্র সারা দেশে ছড়িয়ে আছে- কমপক্ষে দুই থেকে আড়াই লাখ আগ্নেয়াস্ত্র, আর গুলি লাখ লাখ রাউন্ড। এসব এক্ষুনি উদ্ধার করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতেই থাকবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়বে। বিজয়ের মাস ডিসেম্বরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক, সুশাসনের সমৃদ্ধ রাষ্ট্র দেখার অপেক্ষায় আছি, থাকব দেশবাসী সবাই। আর স্বাধীনতা-সার্বভৌমত্ব আধিপত্যবাদী কোনো কোনো প্রতিবেশী রাষ্ট্রের মুরব্বিসুলভ আচরণে হুমকির মুখে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিককে তার জবাব দিতে হবে। আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, তবে আমাদের ওপর কারও আধিপত্যবাদ আমরা মেনে নেব না।
লেখক : বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক