বিদেশি ঋণের ফাঁদে পড়েছে বাংলাদেশ। ধার করে ঘি খাওয়ার নীতি দেশের জন্য সর্বনাশ ডেকে এনেছে। স্বীকার করতেই হবে, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের এগিয়ে যাওয়ার জন্য বিদেশি ঋণের বিকল্প নেই। কিন্তু দেশের উন্নয়নের জন্য যে ঋণ নিতে হচ্ছে, তা যেন অপচয় না হয়, তা দেখা যেমন সরকারের দায়িত্ব, পাওয়া বিদেশি ঋণ দেশের স্বার্থ কতটা রক্ষা করবে, তা-ও বিবেচনা করা কর্তব্য হওয়া উচিত। দেশে পতিত আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ২৮২ শতাংশ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ২৬ দশমিক ৫৭২ বিলিয়ন ডলার। ২০২৩ সাল শেষে তা বেড়ে দাঁড়ায় ১০১ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার। মেগা প্রকল্পগুলোর ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ ঋণ পাওয়া যাচ্ছে, তা আগের ঋণ পরিশোধের চেয়ে কম। পদ্মা বহুমুখী সেতু, ঢাকা মেট্রোরেল, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে এসব ঋণ নেওয়া হয়েছে। সার্বিকভাবে বিদেশি ঋণ বাড়লেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছয় মাসে বেসরকারি খাতের বিদেশি ঋণ কমেছে প্রায় ২ শতাংশ। চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণস্থিতি দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বর শেষে ছিল ২০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। বিদেশি ঋণে এমন সব প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে, যা সরকার বা দেশ ও জাতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কর্ণফুলী টানেল এর অন্যতম। দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রকল্প এটিই প্রথম। এর ভবিষ্যৎ লাভ-লোকসান বিবেচনা না করেই বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে। এতকাল যে বৈদেশিক ঋণ এসেছে, তাতে বৈদেশিক মুদ্রার ভান্ডার কৃত্রিমভাবে হলেও সমৃদ্ধ দেখানোর সুযোগ মিলেছে। বর্তমানে দেশের প্রয়োজনে যে বৈদেশিক ঋণ নেওয়া হচ্ছে, তা দিয়ে পুরনো ঋণের কিস্তিও শোধ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ঋণের সঙ্গে শর্ত জড়িত থাকায় সরকারের পক্ষে তা মেনে নেওয়াও কঠিন হচ্ছে। পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটলেও তাদের নেওয়া অপরিণামদর্শী ঋণ থেকে রেহাই পাওয়ার খুব একটা সুযোগ নেই। সব ক্ষেত্রে কৃচ্ছ্র ও সংযমী মনোভাবের মাধ্যমে এ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
শিরোনাম
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
- দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে নামছেন ১০ হাজার জেলে
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
বৈদেশিক ঋণের বোঝা
ধার করে ঘি খাওয়ার অপনীতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর