শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চৌরাসিয়ার বাঁশির সুরে উৎসবের সমাপ্তি

পান্থ আফজাল

চৌরাসিয়ার বাঁশির সুরে উৎসবের সমাপ্তি

শেষ হচ্ছে ধ্রুপদী সংগীতের সুরের মূর্ছনা। ষষ্ঠবারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধনী শুরু পাশ্চাত্যের ধ্রুপদী ধারার সংগীত দিয়ে শুরু হলেও, আজ সমাপ্তি ঘটবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে সুরে। এবার উপমহাদেশের শুধু শাস্ত্রীয় সংগীতই নয়, এর সঙ্গে যুক্ত হয় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। গত কয়েক দিন ধরে শহর মেতে উঠেছিল এক ভিন্ন সংগীত আবেশে। একদিকে পৌষের কনকনে ঠাণ্ডা, অন্যদিকে আন্তর্জাতিক মানের সুমধুর রাগ-রাগিনীর সুর। রাতভর নির্ঘুম থেকে সংগীত পিপাসুরা দলবেঁধে উপভোগ করেছে এই সংগীতসুধা। পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের শেষ দিনের আয়োজন বরাবরের মতো শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। ধানমন্ডির আবাহনী মাঠে অনুষ্ঠিত এই ধ্রুপদী সংগীত আয়োজনের এই দিনেও মানুষের উপচে পড়া ভিড় থাকবে—এটাই স্বাভাবিক। কারণ বিশ্ব আসরের এই বৃহত্তম ধ্রুপদী সংগীত আসরের জন্য পরের বছর শ্রোতাদের অপেক্ষা করতে হবে। উৎসবের সমাপনী দিনে ওড়িশি নৃত্য পরিবেশন করবেন বিদুষী সুজাতা মহাপাত্র, মোহনবীণা বাজাবেন পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, খেয়াল গাইবেন ব্রজেশ্বর মুখার্জি, সেতার বাজিয়ে মঞ্চ মাতাবেন পণ্ডিত কুশল দাস, কল্যাণজিত দাস ও পণ্ডিত কৈবল্যকুমার। রাতের শেষ চমক হিসেবে মঞ্চে আসবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। তার জাদুকরী বাঁশির মায়াজালে মাতবে আবাহনী মাঠে আগত অগণিত ভক্ত-শ্রোতা। তার পরিবেশনার মধ্য দিয়ে ষষ্ঠবারের এই উচ্চাঙ্গ সংগীত আয়োজনের সমাপ্তি ঘটবে। শেষ দিনে উৎসবের চমক হিসেবে থাকছে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির প্রমো প্রদর্শন। এই দিন যেকোনো সময় মঞ্চে দেখা যাবে, ‘স্বপ্নজাল’র এই প্রমোটি। এর মাধ্যমেই শুরু হবে ছবির আনুষ্ঠানিক প্রচারণা। ছবিটিতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে অপু চরিত্রে আছেন ইয়াশ রোহান। এবারের সংগীত উৎসব উৎসর্গ করা হয়েছে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের নামে। উৎসবের সম্প্রচার সহযোগী হিসেবে ছিল চ্যানেল আই।

 

সর্বশেষ খবর