ব্যান্ড তারকা শাফিনের মৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই পরপারে পাড়ি জমালেন এ দেশের আরেক জনপ্রিয় সংগীত তারকা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাকতালীয় বিষয় হলো, একই দিন একই কবরস্থানে দুজনকে সমাহিত করা হয়। গতকাল বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুয়েল। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। ২৩ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে জুয়েলকে এ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছেই হার মানলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। জুয়েলের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন কণ্ঠশিল্পীর স্ত্রী সংগীতা আহমেদ। সংগীতা জানান, জুয়েলের রক্তে প্লাটিলেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল। ২০১১ সালে জুয়েলের যকৃতের ক্যান্সার ধরা পড়ে। এরপর তা ফুসফুস ও হাড়েও সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আইয়ুব বাচ্চুর সুরে জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ ও ‘এমন কেন হলো’। তাঁর ‘এক বিকেলে’ অ্যালবামটি সবচেয়ে আলোচিত ছিল। একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও দুটি অ্যালবাম ‘তাতে কি বা আসে যায়’ (২০১৬) এবং ‘এই সবুজের ধানক্ষেত’ (২০১৬)। ১০টি একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। সর্বশেষ ২০১৭ সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান ‘খুব সকালে’। সংগীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন জুয়েল। তাঁর আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন অনেক অনুষ্ঠান। জুয়েলের অকাল প্রস্থানে শোক নেমেছে সাংস্কৃতিক অঙ্গনে। গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে জুয়েলের জানাজা এবং সন্ধ্যায় বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
শিরোনাম
- শুক্রবার রাতে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
- গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সম্মেলন
- ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
- ট্রাইব্যুনালে হাজির করা হলো যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে
- ভালুকায় চোরকে ধাওয়া করতে গিয়ে যুবক নিহত
- ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১২
- আ.লীগের শাসনামলে দেশকে নিঃস্ব করে ফেলা হয়েছে : নজরুল ইসলাম
- পিএসএলের প্লেয়ার্স ড্রাফট ১১ জানুয়ারি
- শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!
- শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত
- দেশে ফিরলেন মির্জা ফখরুল
- ভোগান্তি ছাড়াই যেন সাধারণ মানুষ সঠিক সেবা পায় : জেলা প্রশাসক
- বিএনপির যৌথসভা বিকালে
- হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
- র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি : ডিজি
- ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
- মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
- ব্যাট হাতে তামিমের ঝড়ো ফিফটি
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন