দেশি শোবিজের গ্ল্যামার গার্ল ফারিন খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন মিউজিক ভিডিও, টিভিসি, নাটক, ওটিটি ও সিনেমায়। বর্তমানে একাধিক ঈদের নাটক এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত ফারিন। কাজল আরেফিন অমির ‘ফিমেল’র পর তাঁর ‘এক মিনিট’ শিরোনামের একটি নাটক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এক রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’। যেটিতে তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। নাটকটিতে জুঁই চরিত্রে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে তন্ময়, ফারহান এবং মইন চরিত্রে দেখা যায় আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী এবং সৈয়দ নাজমুস সাকিবকে। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যায় মীর রাব্বীকেও।
বর্তমান ব্যস্ততা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে ফারিন বলেন, ‘আপাতত নাটক-ওটিটির কাজ নিয়েই ব্যস্ত বেশি। এ মুহূর্তে এর বাইরে আর কোনো প্ল্যান নেই। তবে ব্যাটেবলে মিলে গেলে সিনেমার কাজ করার ইচ্ছা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মুশফিক ফারহানের সঙ্গে তিনটি কাজ শেষ করেছি। আর বেশ কিছু টিভিসি করেছি। প্যারাসুটের সঙ্গে একটি এগ্রিমেন্টও হবে। খুব তাড়াতাড়ি দীপ্ত প্লেতে প্রচার হবে ওয়েব ‘ত্রিভুজ’। ইতোমধ্যে ডাবিংও শেষ। প্রায়ই সিনেমার অফার পাচ্ছি, তবে আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই। এর বাইরে একটু অবসর পেলে নাচের চর্চাটা চালিয়ে যাচ্ছি।’