নাজিফা তুষি। বছরদুয়েক আগে ‘হাওয়া’ ছবিতে কাজ করার পর একটা লম্বা সময়ের জন্য দর্শকদের আড়ালেই চলে যান এই নায়িকা। তবে শুটিংয়ের বাইরে অন্যান্য কাজে ব্যস্ত থেকেছেন তিনি। এরপর বাড়তে থাকে নায়িকার কাজের ব্যস্ততা। চুপিসারে বিভিন্ন কনটেন্ট ও ওয়েব সিরিজেও কাজ করেছেন, যদিও তা অধরা। সেগুলোর জন্য মাসকয়েক আগে ভক্ত-দর্শকদের ধৈর্য ধরতে বলেছিলেন তুষি। সোমবার ছিল নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এ দিনটি উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। তুষি জানালেন, দিনটি উপলক্ষে তাঁর নিজের কোনো পরিকল্পনা থাকে না। এ ছাড়াও অন্যান্য বিশেষ দিনেও কাজের ব্যস্ততার মাঝে কাটাতে পছন্দ করেন নায়িকা। তুষি জানালেন, জন্মদিনে অন্যরা অনেকটাই খুশি করেন তাঁকে। টেক্সট করে, ফোন করে, ভিডিও কলে আবার গিফট পাঠিয়ে রাঙিয়ে দেওয়া হয় অভিনেত্রীর জন্মদিনটি।