২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৮

পর্যটন দ্বীপ বালির নতুন আকর্ষণ গারুদা বিষ্ণু মূর্তি

এম আর করিম রেজা

পর্যটন দ্বীপ বালির নতুন আকর্ষণ গারুদা বিষ্ণু মূর্তি

পর্যটন দ্বীপ বালির নতুন আকর্ষণ ১২১ মিটার উঁচু এবং ৬৫ মিটার প্রস্থের গারুদা বিষ্ণু মূর্তি। এটি বর্তমানে বিশ্বের ২য় বৃহত্তম মূর্তি। বালির কালচারাল পার্কে হিন্দু দেবতা #বিষ্ণু তার বাহন #গারুদা পাখির উপর আরোহনরত অবস্থায় এই মূর্তিটির নির্মাণের কাজ ‌শুরু হয়েছিল ১৯৮৯ সালে।

কিন্তু ১৯৯৮ সালে এশিয়া জুড়ে আর্থিক বিপর্যয়ের কারণে এটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অনুদানে ২০১৪ সালে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় বাংলাদেশি ৩৫০ কোটি টাকা ব্যয়ে কপার এবং ব্রোঞ্জে নির্মিত এই মূর্তিটির ওজন কমবেশি ৭ হাজার টন।

জাভা দ্বীপের বান্দুঙ্গে নির্মাণের পর ১৫০০ আলাদা টুকরো করে মূর্তিটিকে ক্রেনের সাহায্যে ভিত্তির উপর স্থাপন করা হয়। মূর্তিটির ভিত্তিমূলে রয়েছে একটি বহুতল বিশিষ্ট যাদুঘর।

#GWK #WonderfulIndonesia

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: জাকার্তা প্রবাসী ত্বক এবং সৌন্দর্য বিশেষজ্ঞ

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর