মোবাইলে ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসে ১ হাজার ১০১ কোটি ৮০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা। একক মাসে প্রবাসী আয় দেশে আসার হিসাবে এই পরিমাণ গত বছরের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়াও আগের বছর ২০২৩ সালের আগস্টে এমএফএসের মাধ্যমে পাঠানো ৫১৫ কোটি ৪০ লাখ টাকার তুলনায় ১১৩ শতাংশ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, কমতে থাকা রিজার্ভকে শক্তিশালী করতে রেমিট্যান্স আশার আলো দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২ হাজার কোটি ডলার। ২০২১ সালের আগস্টে ছিল রেকর্ড ৪ হাজার ৭০০ কোটি ডলার। ব্যাংকাররা বলছেন, চলতি আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিংসেবা বিঘ্ন ও এটিএম বুথে পর্যাপ্ত টাকা না থাকায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রেমিট্যান্স বেশি এসেছে। এ ছাড়াও প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ সরকারি প্রণোদনা ও এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নানা রকম সুবিধার কারণেও রেমিট্যান্স বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এমএফএস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগের মাস জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে ৫৪ দশমিক ২১ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। জুলাই মাসে এমএফএসের মাধ্যমে ৭ হাজার ১৪৪ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এমএফএসের মাধ্যমে আগস্টের রেমিট্যান্স প্রবাহ ২০১৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। গত আগস্টে এমএফএসসহ সব বৈধ চ্যানেলের মাধ্যমে মোট রেমিট্যান্স প্রায় ৩৯ শতাংশ বেড়ে ২০০ কোটি ডলার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে, গত সেপ্টেম্বরে রেমিট্যান্স আরও বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৮০ দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। এ ছাড়াও, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ৮ দশমিক ১২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। সহজলভ্যতা ও নগদ টাকার সুবিধা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারকে উৎসাহিত করছে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত যেমন ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট থেকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একক লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা রেমিট্যান্স বেশি আসার পেছনে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এমএফএস প্রতিষ্ঠানগুলো দেশের রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তারা।
শিরোনাম
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
- টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ
- ‘শিপিং খাত থেকে এই প্রথম ৪৭৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা’
- আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
এমএফএসে সর্বোচ্চ রেমিট্যান্স আগস্টে
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর