হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নায়েব সিং সাইনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয়বারের জন্য রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এদিন শপথ নেন। মুখ্যমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।
এদিন দুপুরে পাঁচকুলার দশেরা ময়দানে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণসহ জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)- শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীরা।
গত ৫ অক্টোবর একটিমাত্র দফায় রাজ্যটির ৯০ টি আসনে ভোট গ্রহণ হয়। এরমধ্যে ৪৬ আসনের লক্ষ্যমাত্রা টপকে বিজেপি জয় পায় ৪৮ আসনে, কংগ্রেস ৩৭ আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ২ এবং অন্যরা ৩ আসনে জয় পায়।
১৯৬৬ সাল থেকে কোনো সরকারই হরিয়ানায় টানা তিনবার ক্ষমতায় থাকেনি। কিন্তু সম্প্রতি বিধানসভার নির্বাচনে জিতে তিনবারের জয়ের রেকর্ড করল বিজেপি। গত ২০১৪ সাল থেকে হরিয়ানায় সরকারে রয়েছে বিজেপি।
বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগেই রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টাকে সরিয়ে সেই পদে বসানো হয় নায়েব সিং সাইনিকে। সে সময় দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। লোকসভা নির্বাচনেও হরিয়ানা থেকে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, মাত্র পাঁচটি আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির। এমন অবস্থা থেকে নায়েব সিংয়ের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় বিজেপি।
১৯৭০ সালের ২৫ জানুয়ারি আম্বালায় জন্মগ্রহণ করেন সাইনি। বি. আর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় এবং চরণ সিং বিশ্ববিদ্যালয় থাকে ব্যাচেলর ডিগ্রি এবং আইনের স্নাতক হন। ১৯৯৬ সাল থেকে হরিয়ানার বিজেপি দলের বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। ২০০২ সালে দলের যুব শাখার জেলা সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১৪ সালে নারায়ণগড় কেন্দ্র থেকে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের মন্ত্রিসভায় যোগ দেন সাইনি। ২০২৩ সালে হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতি হন তিনি।
বিডি প্রতিদিন/মুসা