প্রশাসনে উপসচিব ও যুগ্মসচিব পদোন্নতির পর এবার অতিরিক্ত সচিব পদোন্নতি আসছে। প্রায় ১৪০ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে ১০ জনের মতো অন্যান্য ক্যাডার থেকে প্রশাসনে একীভূত হওয়া কর্মকর্তা রয়েছেন। এ সংক্রান্ত সব কাজ চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব ঠিক থাকলে আজই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে মাঠ প্রশাসনে জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়। বিগত সরকারের সময়ে যারা পদবঞ্চিত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে পদোন্নতির জন্য নানা আন্দোলন শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয় ১৩ আগস্ট। এরপর ১৮ আগস্ট যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয় ২০১ জন কর্মকর্তাকে। তাদের মধ্যে অন্তত ৪৫ জন ১৩ আগস্ট একবার পদোন্নতি পেয়েছিলেন। ২০ আগস্ট আরও ২২ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে ৩৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব পদোন্নতির মধ্যেই অতিরিক্ত সচিব পদোন্নতি নিয়ে আলোচনা হচ্ছিল। নবম ব্যাচ থেকে ১৮ ব্যাচ পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে অতিরিক্ত সচিব হবেন এবার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের কর্মকর্তা ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির কাজ অনেকটাই চূড়ান্ত হয়েছে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে যাচাই-বাছাই করে তালিকাটা চূড়ান্ত হয়েছে, এখন প্রজ্ঞাপনের অপেক্ষা মাত্র। কবে নাগাদ প্রজ্ঞাপন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি রবিবারই (আজ) হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সরকার চলতি বছরে প্রশাসনে ১২৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল। পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচকে নিয়মিত ব্যাচ হিসেবে সে সময়ে বিবেচনা করা হয়। বর্তমানে ৪১৫ জন অতিরিক্ত সচিব কর্মরত। তবে সরকারের অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ২১২টি।
ডিসি ফিট লিস্টের ভাইভা চলমান : শেখ হাসিনার পতনের পর মাঠ প্রশাসনেও রদবদল আনছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ২৫ ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ডিসি নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল প্রথম ধাপে ৬০ জনের ফিট লিস্টের ভাইভা নেওয়া হয়। তারা বিসিএস প্রশাসন ক্যাডার ২৪তম ব্যাচের কর্মকর্তা। আজ ২৪ ব্যাচের আরও ৬০ জনের ভাইভা নিতে আহ্বান হয়েছে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ভাইভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও পর্যায়ক্রমে ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি পদের জন্য ফিট লিস্ট তৈরি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইতোমধ্যে ২৫ জেলার ডিসিকে প্রত্যাহার করেছে সরকার, যা এ সপ্তাহেই সেসব জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। প্রত্যাহার হওয়া জেলাগুলোতে অনেকেই উপপরিচালকের (স্থানীয় সরকার) কাছে দায়িত্ব হস্তান্তর করে জেলা থেকে চলে আসছেন। অনেকেই এখনো অপেক্ষা করছেন নতুন পদায়ন হওয়া কর্মকর্তার কাছে হস্তান্তরের জন্য। ভাইভা কার্যক্রম শেষ হলে এ সপ্তাহেই নতুন ডিসি নিয়োগ হবে বলেও জানা গেছে।