ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিভিন্ন ঘের অথবা পুকুরের বলে মনে করছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তারা মনে করছেন দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পুকুর এবং ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়েছে জেলেদের জালে। এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। জেলেরা জানান, এক সময় দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় মেঘনা নদীতে সারা বছরই জেলেদের জালে কমবেশি ইলিশসহ অন্যান্য নদীর মাছের দেখা মিলত। গত কয়েক মৌসুমে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা।