মিয়ানমার সীমান্তের লালদ্বীপ এলাকা থেকে পর পর তিনটি গুলি এসে পড়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। এতে বন্দর কার্যালয়ের জানালা ও একটি ট্রাকের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বন্দরের অভ্যন্তরে আতঙ্ক সৃষ্টি হলে কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি জানান, গতকাল দুপুরের দিকে নাফ নদের মিয়ানমার সীমান্তের লালদ্বীপ এলাকা থেকে তিনটি গুলি স্থলবন্দরের কার্যালয়ের জানালা ও ট্রাকের গ্লাসে লাগে। এতে জানালা ও ট্রাকের সামনের গ্লাস ভেঙে যায়। সেই সঙ্গে আরও একটি গুলি বন্দরের ভিতরে পড়েছে। তবে কারা গুলিবর্ষণ করেছে সেটা স্পষ্ট নয়।
জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তের নাফ নদের ওপারে লালদ্বীপে দু-তিন সপ্তাহজুড়ে মিয়ানমারের দুই সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মির (এএ) মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থপনা পরিচালক জসিম উদ্দীন চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে তিন রাউন্ড গুলি এসে পড়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হওয়ায় দুপুরের পর থেকে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে মিয়ানমার সীমান্ত থেকে একাধিকবার নাফ নদে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছিল।