সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রংপুর সিটির সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে। এদিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘মানসিকভাবে বিপর্যস্ত’ হয়ে পড়ায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবিসূত্র জানান, আজ রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র?্যাব-৫। র?্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান, সাকিব আনজুম হত্যাসহ ১১ মামলা রয়েছে। গতকাল বিকালে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটির ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কেরানীরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালত প্রতিবেদক জানান, আলাদা দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠান। এর আগে ৩০ সেপ্টেম্বর বিএনপির মহাসমাবেশে হামলা ও যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি ও এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১ অক্টোবর তাঁকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পাঁচ দিন মঞ্জুর করেন। এর আগে ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলহাজতে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘মানসিকভাবে বিপর্যস্ত’ হয়ে পড়ায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, তাঁর আইনজীবীরা বৃহস্পতিবার অসুস্থতার কথা জানিয়ে উন্নত চিকিৎসার আবেদন করেছিলেন। আদালতের নির্দেশেই তাঁকে শুক্রবার কারাগারের দায়িত্বরত ডাক্তার দেখেন। ওই ডাক্তারের পরামর্শে গতকাল বেলা ১১টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তারদের পরামর্শে দুপুর পৌনে ২টার দিকে কারাগার থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কারাগার থেকে নিয়ে আসার পর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।