তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। ফলে বাংলাদেশের যে ন্যায্য প্রাপ্তি সেই ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে আমরা সম্পর্ক গড়ব। গতকাল সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান ফটকের উদ্বোধন ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা মাত্র দুই মাস হয়েছে এখানে এসেছি। আমাদের সময় দিতে হবে কাজ করার। দেশের আইনশৃঙ্খলার পরিবর্তনসহ দেশের বর্তমান কিছু ইস্যু আছে। আহতদের স্বাস্থ্যসেবার বিষয়টি আছে, এটি আমাদের দেখতে হচ্ছে। আমরা অবশ্যই ধীরে ধীরে সব বিষয়ের ওপর মনোনিবেশ করব।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে আন্দোলনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং পতিত ফ্যাসিবাদী শক্তি রাজপথে পরাজিত হয়ে তারা এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে। ফলে আমরা যাতে সচেতন হই, কোনো মিথ্যা তথ্য এবং গুজব বিশ্বাস না করি।
শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, আমার সৌভাগ্য, শহীদ আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, সেখানে আমি আমন্ত্রিত হয়ে এসেছি।
এর আগে নাহিদ ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যায় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।