করোনার চতুর্থ ডোজের সার্টিফিকেট নিয়ে একটি সংঘবদ্ধ চক্র নতুন করে প্রতারণার ফাঁদ পাতছে। ওই ফাঁদে পা দিলেই হচ্ছে সর্বনাশ। হাওয়া হয়ে যাচ্ছে মোবাইলের ডেটা ও টাকা।
গতকাল সকাল ১০টা ৫৩ মিনিটে উত্তরা নিবাসী একজনের মোবাইল ফোনে ০১৭৬৭০২৩৬৯৮ নম্বরে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি ঢাকা মেডিকেল থেকে ডা. তানজিদ বলছি। আপনি করোনার চতুর্থ ডোজ নিয়েছেন?’ ভদ্রলোক বললেন ‘হ্যাঁ নিয়েছি।’ ডা. তানজিদ পরিচয় দানকারী বললেন, ‘এখন নতুন করে এটি এন্ট্রি দিতে হবে। এখনই আপনার ফোনে আরেকটি ফোন থেকে কল করে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার মোবাইলের ম্যাসেস অপশনে গিয়ে ওই পাসওয়ার্ডটি লিখে কল করুন। তাহলেই এন্ট্রি হয়ে যাবে।’
তারপর +৫৫৬৭১২১১ থেকে ফোন করে একটি পাসওয়ার্ড জানানো হয়। ভদ্রলোক ব্যস্ত ছিলেন সে কারণে ওই সময় পাসওয়ার্ড লিখে রাখেননি। সেই সঙ্গে ভাবলেন যে, তিনি তো ঢাকা মেডিকেল থেকে করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি। তাহলে ঢাকা মেডিকেলের ডাক্তার তাকে কেন ফোন করবেন।
এ নিয়ে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে কৌতূহল বশত ০১৭৬৭০২৩৬৯৮ নম্বরে ফোন করলে কেন পাসওয়ার্ড লিখে কল করেনি সে কারণে অকথ্য ভাষায় তাকে গালাগালি করা হলো। গালাগালি শুনে তিনি হতবাক।
পরে তিনি পরিচিত কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে জানতে পারলেন যারা সরল বিশ্বাসে ওই পাসওয়ার্ডে কল করেছেন তাদের মোবাইল ফোনের সব ডেটা ও টাকা হাওয়া হয়ে গেছে।