পাখির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে নিরাপদ বাসা স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
গতকাল বিকাল থেকে এ কর্মসূচি পালন করে ক্যাম্পাসের প্রায় ২০০ গাছে মাটির হাঁড়ি বেঁধে দেয় তারা। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরির সামন, ডাকসু ও মধুর ক্যান্টিনের সামন, কলাভবনসহ বিভিন্ন জায়গা ও গাছে মাটির হাঁড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ কার্যক্রমে নেতা-কর্মীরা অংশ নেন।
এ বিষয়ে মো. নাছির উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে, তেমনই পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে ওঠে সে চেষ্টা করছে। যানবাহন ও অপরিকল্পিত নগরায়ণের প্রভাবে ঢাকা মহানগরী পাখিশূন্য হয়ে যাচ্ছে। এ জায়গাটি আমাদের ব্যথিত করে। তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম, অন্যরাও যেন এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ সত্যিকার অর্থেই আরও সজীব ও জীবনঘনিষ্ঠ করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এ আয়োজন। একটি পরিবেশ সুন্দর করার মানে শুধু মানুষ নয়, পশুপাখিসহ সব প্রাণীর জন্যই একে সহনীয় ও বাসযোগ্য করে তোলা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলোয় পাখির বাসা তৈরি করতে সহায়তা করার জন্য মাটির ছোট কলসি বেঁধে আমরা সে বার্তাই দিতে চাচ্ছি।’