৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে কয়েকটি রাজ্যে গত মাস থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এ সপ্তাহে আগাম ভোট হচ্ছে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য জর্জিয়ায়। এরপর নর্থ ক্যারোলাইনায় ভোট গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। দোদুল্যমান এ রাজ্যগুলোর ভোটই নির্ধারণ করে দিতে পারে এবারের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের জয়-পরাজয়। সূত্র :
রয়টার্স। সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের একটি জর্জিয়া। এখানে মঙ্গলবার সকালে ভোটাররা সশরীরে ভোট দেওয়া শুরু করেছেন। তারা ব্যালটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন সে সিদ্ধান্ত জানাবেন। তাছাড়া রাজ্য এবং স্থানীয় নির্বাচনি প্রতিযোগিতার ক্ষেত্রে ভোটাররা তাদের রায় দেবেন। জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনি কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অসাধারণ ভোট হয়েছে। কিছু জায়গায় ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছেন ভোটাররা। কিছু জায়গায় অবশ্য গিয়েই ভোট দেওয়া সম্ভব হয়েছে।
নির্বাচনে লড়ছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং তার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। উভয় দলের প্রার্থীরাই তাদের নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।