চাঞ্চল্যকর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন হত্যা মামলার অন্যতম আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। র্যাব-১৫-এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত ফাঁসিয়াখালীর মোহাম্মদ খাইরুজ্জামানের ছেলে ডাকাত মো. সাদেককে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়ার ডুলহাজারায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাত দলের ছুরিকাহত হয়ে মারা যান বিএমএ ৮২ ব্যাচের সেনা কর্মকর্তা নির্জন।