ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। একটি চক্র উঠেপড়ে লেগেছে পোশাকশিল্প ধ্বংস করতে। শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নিয়ে সুন্দর একটি শিল্পপরিবেশ গড়ে তুলতে হবে। যেখানে নারী শ্রমিক-পুরুষ শ্রমিকের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে আমার মায়েরা-বোনেরা ইজ্জত নিয়ে তাদের কর্মস্থলে কাজ করতে পারেন। সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারে শুধু ইসলাম।
গতকাল বিকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসড়কের নিচে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্র-জনতার বিপ্লবের সময় গণহত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন শ্রীপুর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। সাধারণ সম্পাদক হাফেজ ইউনুস আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন।