সংবিধানে ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতিকে সন্নিবেশ করার দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ বাংলাদেশ। গাজীপুর কাপাসিয়া দেওনা দাওয়াতুল হক মাদরাসায় আয়োজিত সভায় পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এ দাবি জানান। সভায় বক্তব্য রাখেন মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি লুৎফর রহমান ফরায়েজী, মাওলানা জাকারিয়া, অ্যাডভোকেট মতিউর রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী ও মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।