১.
খুলে বসতে পারতে, কুঞ্চিত কুন্তল তরুদল
পাতার বসনে বিলাস আসনে ক্ষেত্রপুর।
অন্য দলে দীঘির কাঁপন, কাঁকনে কথন
তরুচ্ছায়া তুলেছে চাঁদোয়া, আকাশে আঁকশি।
দৃষ্টিতে পাই না ঝোপঝাড়, তরু কাঁপে বারবার।
২.
তোমার সন্ধ্যায়
সীমান্ত থানার কৃষি দোলে;
আঙিনায় থরে থরে বসত বাগান;
সকাল-বিকাল বাউড়ি বাতাস চামর দোলায়
কুঞ্চিত কুন্তলে অলখ শোভায়।
তোমার সন্ধ্যায় নবাগত সম্ভাষণ
গড়ে সুর, অস্তাচল, রাগ-সংরাগ।