ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে পিছিয়ে পড়লেও ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দ্বিতীয়টিতেও দুই গোলে পিছিয়ে পড়েছিল সাবিনা খাতুনের দল। পরে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
ভুটান সফরে দুটি ম্যাচে জিতলেও প্রতি ম্যাচেই শুরুতে গোল হজমের দুঃশ্চিন্তা সঙ্গী হয়েছে বাংলাদেশের।
শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় খেলা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। বাকি গোল দুটি করেন সাবিনা খাতুন ও মোসাম্মৎ সাগরিকা। স্বাগতিকদের গোল দুটি আসে ডেকি লাজোমের পা থেকে।
শুরুর ১০ মিনিটে ভুটানের রক্ষণে চাপ দেয় বাংলাদেশ, কিন্তু এরপর সাবিনাদের মুঠো গলে বেরিয়ে যায় ম্যাচের লাগাম। চতুর্দশ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়িয়ে ভুটানকে এগিয়ে নেন দেকি লেহাজোম।
৭ মিনিট পরই নিজের জোড়া গোল করেন ভুটান ফরোয়ার্ড। প্রথমার্ধের আগেই সমতায় ফেরে বাংলাদেশ। ৩৫ মিনিটে সাবিনা খাতুন ব্যবধান কমান। ৫ মিনিট পরিই সাগরিকা বাঘিনিদের সমতায় ফেরান।
বিরতির পর লিড আদায় করে নেয় বাংলাদেশ। ৬২ মিনিটে ঋতুপর্ণার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। এরপর ৮৬ মিনিটে কর্না থেকে উড়ে আসা বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ঋতুপর্ণা।
আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।
বিডি প্রতিদিন/নাজমুল