নবদম্পতিদের শহর বালি। এটি ইন্দোনেশিয়ার ৩৩তম প্রদেশ। প্রতি বছর লাখ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবকাশ-যাপনের জন্য এ শহরে আসেন। এর মধ্যে বেশির ভাগই আসেন হানিমুনে ঘুরতে। বালির অপরূপ সৌন্দর্য তাদের বিমোহিত করে। তাই তো মানুষ প্রাণের টানে বারবার এখানে ফিরে আসে। এ শহর পর্যটকদের হৃদয়ের রানী বনে গেছে। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকায় পর্যটকদের ভিড় সবসময় লেগে থাকে। এ শহরের প্রধান আকর্ষণ হলো বালি দ্বীপ এবং এর সৌন্দর্য। আয়তন ২২ হাজার বর্গমাইল আর লোকসংখ্যা প্রায় ৪০ লাখ। এ দ্বীপের পূর্ব ও পশ্চিম অংশ পাহাড় দ্বারা বেষ্টিত। এটি মূলত হিন্দুপ্রধান প্রদেশ। হিন্দুদের সংখ্যা প্রায় ৯০ ভাগ। বাকিরা মুসলিম, খ্রিস্টান ও অন্য ধর্মের। বালিতে আন্তর্জাতিক বিমানবন্দর, পাঁচ তারকা হোটেল, মোটেল, ক্যাসিনো, বারসহ সবকিছু রয়েছে। তাই যে কোনো ধরনের পর্যটক এ দ্বীপ সফর করতে পারেন। এখানকার নিরাপত্তাব্যবস্থা অনেক ভালো। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে বালি আবিষ্কৃত হয়। বালি মূলত ইন্ডিয়ান ও চাইনিজ কালচারে গড়ে উঠেছে। বালিকে আটটি রিজেন্সিতে ভাগ করা হয়েছে। বালিতে শহর বা সিটি আছে মাত্র একটি আর তা হলো ডেনপাসার। বর্তমানে হানিমুন যুগলদের জন্য তৈরি হয়েছে বেশ কয়েকটি আলাদা রিসোর্ট। যা শুধু নবদম্পতিদের জন্যই।