২৮ মার্চ, ২০২৩ ২১:৩৮

কাঁটাতার পেরিয়ে দিনাজপুরে এলো ‘মুখপোড়া হনুমান’

দিনাজপুর প্রতিনিধি

কাঁটাতার পেরিয়ে দিনাজপুরে এলো ‘মুখপোড়া হনুমান’

দিনাজপুরের সীমান্তে নীলগাইয়ের পর এবার ভারত থেকে বিরামপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে এসেছে ‘মুখপোড়া হনুমান’। কয়েকদিন থেকে জেলার বিরামপুর-হিলি সীমান্ত এলাকায় হনুমানটিকে বিচরণ করতে দেখা গেছে। স্থানীয় এলাকাবাসীর অত্যাচারে এটি খাবার না পেয়ে অনেকটা ক্লান্ত।

এলাকাবাসীর ধারণা, এটি ভারতীয় হনুমান, কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে পার হয়ে এসেছে। আবার কেউ বলছেন ভারতীয় পণ্যবাহী ট্রাকের ওপর হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে।

হনুমানটি কখনো মোবাইল ফোনের টাওয়ারে আবার কখনো উঁচু বিল্ডিংয়ের ছাদে বসে থাকছে। আবার কেউ হনুমানটিকে দেখলেই ঢিল ছুড়ছে আবার কেউ খাবার দিচ্ছে। এভাবেই কয়েকদিন থেকে খেয়ে না খেয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে হনুমানটি।

বিরামপুরের কাটলা চকানদেব এলাকার মানিক হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনি মোবাইলের টাওয়ারের উপর একটি হনুমান এসেছে। এমন খবরে সেখানে গিয়ে দেখি অনেক মানুষ তাকে দেখার জন্য ভিড় করছে। হনুমানটি ভীত হয়ে টাওয়ারে উঠে বসে আছে।

হনুমানটিকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জার নিশিকান্ত মালাকার বলেন, আমরা এরই মধ্যে হনুমানটির বিষয়ে অবগত হয়েছি। এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে তারা যেন এটিকে কোনো আঘাত না করে। হনুমানটিকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আমরা জেনেছি কয়েকদিন থেকে বিরামপুর সীমান্তের কাছাকাছি কাটলা এলাকায় বিভিন্ন স্থানে বিচরণ করছে হনুমানটি। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। এটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর