কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপাতত সারের কোনো সংকট নেই। বীজেরও সংকট হবে না। সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে। জৈব সার ব্যবহার বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক ও কৃষি সংশ্লিষ্ট সবার।
সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জিনিসপত্রের দাম কমানোর জন্য উৎপাদন বৃদ্ধি ও কর্মকর্তাদের মনিটরিং বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। আসন্ন বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ, তাই কর্মকর্তাদের বোরোর ফলন বৃদ্ধির চলমান প্রকল্পগুলোর উপর মনিটরিং জোরদার করতে হবে। এ বছর আলুর আবাদ অনেক বৃদ্ধি পাবে, তাই যারা আলুর বীজ না পাবেন তারা উচ্চমূল্যের ভুট্টা ফসল আবাদ করবেন।
উপদেষ্টা আরোও বলেন, কৃষিতে প্রকল্প নেয়ার ক্ষেত্রে কৃষকের লাভ, কৃষির উন্নতি ও ফলন বাড়ানোর বিষয়কে প্রাধান্য দিতে হবে। উপদেষ্টা এ বিষয়ে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। খাদ্য উৎপাদনে কৃষকের সাফল্য অনেক। আগে ছিল ০৭ কোটি জনসংখ্যা, এখন হয়েছে ১৮ কোটি জনসংখ্যা। সাড়ে সাত কোটি জনগণকে আমরা যে জমি দিয়ে খাদ্যর যোগান দিয়েছিলাম তার থেকে কম জমি দিয়ে আমরা খাবার যোগান দিতে সক্ষমতা রাখছি।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মৃকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল