দিনাজপুরের বিরলে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উদ্ভিদ সংগনিরোধ উইং ড. সফি উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপসচিব শাহীন আনোয়ার ও প্রকল্প পরিচালক আরিফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। এ ছাড়াও কৃষি উদ্যোক্তা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. সফি উদ্দীন বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নে মোমিনুল ইসলামের বারোমাসি কাটিমন আমের বাগান পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমএস