ভোরের আলো ফোটার আগেই শ্রদ্ধার সুর বেজে ওঠে অন্তরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রাক্কালে কাপাসিয়ার চরখিরাটী গ্রামের বাতাসে বইতে থাকে এক নীরব প্রত্যয়—শহীদ মিনার থাকবে পরিচ্ছন্ন, স্মৃতির মিনার থাকবে অমলিন।
সে প্রত্যয়েরই বাস্তব রূপ দেয় বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তারা এগিয়ে আসে নিঃশব্দ সেবায়। পরিত্যক্ত ঘাসের মাঝে পড়ে থাকা ধূলিকণা, অযত্নের ছাপ মুছে দিতে ব্যস্ত হয়ে ওঠেন স্বেচ্ছাসেবীরা। হাতে ঝাড়ু, বালতি, রঙের তুলিতে আঁকা হয় এক নবজাগরণের প্রতিচ্ছবি। বসুন্ধরা শুভসংঘ সদস্যরা জানে, শহীদ মিনার শুধু ইট-পাথরের স্থাপনা নয়—এ এক আত্মত্যাগের স্মারক, এক অমর বাণী। তাই তো যত্নের পরশে শহীদ মিনারকে নতুন করে সাজিয়ে তোলে তারা। শহীদদের স্মৃতিকে পরিশুদ্ধ রাখার এ প্রয়াস যেন হৃদয়ের গভীর থেকে উৎসারিত এক নিঃশব্দ অর্ঘ্য।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য অনিক মিয়া, জাহিদ মিয়া প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ বলেন, ভাষা শহীদদের স্মরণে এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এই ছোট প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শহীদ মিনার পরিচ্ছন্ন রাখার এই প্রয়াস আগামী প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করবে।
বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া শাখার এমন উদ্যোগে সবার মধ্যে এক অন্যরকম উদ্দীপনা ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ দেখা যায়।
বিডি প্রতিদিন/আশিক