উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নাম্বার প্লেটসহ সব সরকারি-বেসরকারি দপ্তরের নামফলক বাংলায় লিখতে হবে। একই সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার পরিহার করে বাংলা ভাষায় প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এই নির্দেশনা বাস্তবায়নে এখনও যথাযথ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
এই বাস্তবতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা ভাষার মর্যাদা এবং উচ্চ আদালতের নির্দেশনা; বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের কার্যকর ভূমিকা, নাগরিক সচেতনতা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের সাংবাদিকতা বিভাগের ৮১৭ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, "বাংলা আমাদের প্রাণের ভাষা। এই ভাষার মর্যাদা রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।"
বাংলা বিভাগের শিক্ষার্থী বাশির শাহরিয়ার বলেন, "আমরা অনেক সময় বাংলায় কথা বলার সময় অহেতুক ইংরেজি শব্দ ব্যবহার করি। এতে ভাষার বিকৃতি ঘটছে। আমাদের সঠিক বাংলা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।"
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, "কেন আমরা উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে পারছি না? কেন এখনও বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না? আমাদের উচ্চারণগত ভুল, প্রশাসনের দুর্বলতা, আইনগত জটিলতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এ সমস্যাগুলো রয়ে গেছে। প্রশাসনকে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। সরকারি সব নথিপত্র বাংলায় লেখার বাধ্যবাধকতা থাকতে হবে।"
সভা শেষে বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, "বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হলে আমাদের প্রথমেই নিজস্ব ভাষার নিয়ম ও ব্যাকরণ শিখতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা ইংরেজি ব্যাকরণের অনেক নিয়ম জানি, কিন্তু বাংলা ব্যাকরণ সম্পর্কে সচেতন নই। তাই নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন জবি শুভসংঘের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, অর্থ সম্পাদক বাশির শাহরিয়ার, কার্যকরী সদস্য হুমাইরা, সহ-অর্থ সম্পাদক মাসুদ রানাসহ নবীন সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/আশিক