বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরের লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, আসুন আমরা সকলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি যদি নিজে সচেতন হই তাহলে সমাজে ইভটিজিং অনেকাংশে কমে যাবে। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইভটিজিংয়র বিরুদ্ধে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার, গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী অপূর্ণা দত্ত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, প্রণব দাস রনি, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
পুরো আয়োজনটির সমন্বয়কারী ছিলেন কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ। তিনি বলেন, ইভটিজিংয়ের শিকার নারী বা কন্যাশিশুরা ভয়, লজ্জা, উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাবে ভোগে। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, বিষণ্নতায় ভুগে বা আত্মহত্যার পথ বেছে নেয়। ইভটিজিং একটি সমাজবিরোধী এবং মানবিকতা বিরোধী কাজ, যার প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি ও গভীর ক্ষতিকর প্রভাব ফেলে। এর বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। আসুন আমরা সচেতন হই। সুস্থ সমাজ গড়ে তুলি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন