চলছে মধুমাস জ্যৈষ্ঠ। চারদিকে মৌসুমি ফলের সমাহার। সুমিষ্ট এসব ফল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ফল উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এ আয়োজন করে শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখা। এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ফল উৎসবের সঙ্গে চলে সাংগঠনিক নানা আলোচনা।
বসুন্ধরা শুভসংঘ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ও রোটার্যাক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় শুভসংঘের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব হোসেন রেদোয়ান, ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুয়েল রানা, বিশ্ববিদ্যালয় শুভসংঘের দপ্তর সম্পাদক পবিত্র রয় পার্থ, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, ক্রীড়া সম্পাদক আবির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিন রাজা, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য রুনা লায়লা, ইরফান উল্লাহ, তাফান্নুম সিদ্দীকা, সেবক চন্দ্র দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের কাছে সবিস্তারে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম তুলে ধরা হয় ও আগামীতে বিশ্ববিদ্যালয়ে শুভসংঘের উদ্যোগে ইতিবাচক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অতিথি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বসুন্ধরা শুভসংঘের সমাজকল্যাণমূলক কাজের প্রশংসা করেন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সবাই মৌসুমি ফলের উৎসবে মেতে উঠেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, সারাদেশে বসুন্ধরা শুভসংঘ সমাজকল্যাণে ও মানবতার সেবায় যে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। বিশেষ করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা খুবই উপকৃত হচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি অনেক শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় থেকে উপকৃত হচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আছে বলে জানতে পেরেছি। এতে শিক্ষার্থীরা খুবই উপকৃত হচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সারাদেশে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এই ধারাবাহিকতায় শুভসংঘের সঙ্গে যুক্ত থেকে ইতিবাচক কাজে যুক্ত থাকতে চাই। শুভকাজে সবার পাশে থাকার যে শিক্ষা ও অনুপ্রেরণা শুভসংঘ দিয়ে যাচ্ছে তা অনন্য। বিশ্ববিদ্যালয় জীবনে এই কাজের মাধ্যমে সবসময়ই যেন আমরা ভালো কাজে যুক্ত থাকি —শুভসংঘ এই শিক্ষা দেয়।
বিডি প্রতিদিন/জামশেদ