গাইবান্ধার রামচন্দ্রপুরের গড়দিঘী এম এ প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন চত্বরে বুধবার (২১ মে) ছিল শিশুদের এক উৎসবমুখর দিন। বসেছিল ‘শিশুদের আনন্দের হাট’। বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার আয়োজনে সম্প্রতি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এদিন।
পরীক্ষার কারণে পূর্বে স্থগিত রাখা হয়েছিল এই অনুষ্ঠান। ফলাফল জানার আগ্রহে শিশুদের মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও।
দুপুরে চতুর্থ পিরিয়ড শেষ হতেই ক্লাসরুমে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুভসংঘ সদর উপজেলা শাখার সভাপতি সামিউল বাছিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনজু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন শুভসংঘ জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহসানিয়া স্নিগ্ধা, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জোহা আকন্দ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী, মেহেদী হাসান, মোছা. সুমি আক্তার ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
এরপর শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব। তিনটি বিভাগের নয়জন বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
অধ্যক্ষ মো. মনজু মিয়া বলেন, “বসুন্ধরা শুভসংঘের সামাজিক নানা কাজের কথা শুনেছি। এ আয়োজন ছোট হলেও আমাদের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই আনন্দে মেতে ছিল। এ ধরনের আয়োজন প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত হওয়া দরকার।”
সভাপতি সামিউল বাছির জানান, “সদর উপজেলা কমিটির মাধ্যমে এ অঞ্চলে বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা ও গ্রামীণ ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
বিজয়ীদের নাম
ক বিভাগ:
- ১ম: নূর মোহাম্মদ
- ২য়: সাজ্জাদ আকন্দ
- ৩য়: মোছা. ফারজানা
খ বিভাগ:
- ১ম: জাকিয়া আখতার সুলতানা
- ২য়: মো. সাব্বির
- ৩য়: আজমিরা
গ বিভাগ:
- ১ম: মোজাহিদ মিয়া
- ২য়: জুবায়ের মিয়া
- ৩য়: সৌরভ ইসলাম
পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন শুভসংঘের বন্ধু মো. জাকির মিয়া, হামিম চৌধুরী, নূর আলম, ইমন মিয়া ও শরীফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আশিক