নদী মাতৃক বাংলাদেশ। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনাসহ ছোট-বড় অসংখ্য নদ-নদী এদেশের মাটি ও মানুষকে করেছে সমৃদ্ধ। দেশের অনেক অঞ্চলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জীবন ব্যবস্থা। আবার প্রকৃতির নিয়মে মাঝে মাঝে নদ-নদীই মেতে ওঠে মরণ খেলায়।
প্রলয়ঙ্করী বন্যায় ধ্বংস করে দেয় লোকালয়, বিনষ্ট করে সম্পদ, অসংখ্য মানুষকে টেনে নিয়ে যায় অবর্ণনীয় দুর্দশার দ্বার প্রান্তে। বন্যা আমাদের দেশে প্রতি বছরই কোন না কোন অঞ্চলে হয়ে থাকে এবং এর ফলে সম্পদ ও শস্যহানি হয় ব্যাপক। এছাড়াও এ সময় অনেক মানুষ পানিবাহিত রোগে সংক্রমিত হয়।
সুনামগঞ্জের মধ্যনগরে পানিবাহিত রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মোহাম্মদ আলীপুর বাজারে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমানুউল্লাহ বলেন, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। মানুষ সচেতন হওয়ার ফলেই দেশে পানিবাহিত রোগের প্রকোপ হ্রাস পেয়েছে। সবাই মিলে কাজ করলে হাওরাঞ্চলে পানিবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিবছর বিশ্বে পানিবাহিত রোগে প্রায় ১৫ লাখ মানুষ আক্রান্ত হয় এবং আট লাখ ৪২ হাজার মানুষ অকালে মারা যায়।
বিডি প্রতিদিন/জামশেদ