৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:৪২

'জ্ঞানার্জনের কোনো সীমারেখা নেই'

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ ও রাহাত খান, বরিশাল:

'জ্ঞানার্জনের কোনো সীমারেখা নেই'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, তরুণ প্রজন্মের কাছে মানুষ অনেক কিছু আশা করে। শিক্ষার্থীদের অনেক গুণাবলী অর্জন করতে হবে। জ্ঞানার্জনের কোন সীমারেখা নেই। সনদ পাওয়া কিংবা জিপিএ-৫ পাওয়াই জীবনের মূল কথা নয়। মূলত জীবনের লক্ষ হওয়া উচিৎ নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে স্নাতক সন্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলার কর্নকাঠীর স্থায়ী ক্যাম্পাসে অরিয়েণ্টেশন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে একজন শিক্ষার্থীকে সু-শিক্ষিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। সু-শিক্ষিত মানুষ হলেই পরিপূর্ণ মানুষ এবং দেশ প্রেমিক হওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণ করার মধ্য দিয়েই সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। তিনি আরও বলেন, সমাজে অসৎ কাজের সাথে অনেক শিক্ষিত মানুষ জড়িত। আসলে এটা সত্যিকারের শিক্ষিত মানুষের কাজ নয়।

অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এসএম ইমামুল হক বলেন, সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হলে এ-প্লাস জীবনের কোন পাথেয় হতে পারেনা। একটি বিষয় পড়াশোনা করে একজন শিক্ষার্থী কতটুকু অনুধাবন করতে পারলো, কতটুকু অর্জন করতে পাড়লো, সেটিই জীবনের পাথেয় হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম মাহবুব হাসান।
অনুষ্ঠানে বরিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সন্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর