ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। রবিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর এই তথ্য জানায়।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরের ৭০টি কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে মোট ৩২ হাজার ৭৪৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত