ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেছেন, ‘কবিতা মানুষের ভিতরে জীবন বোধের সৃষ্টি করে। যার মধ্যে জীবন বোধ নেই, সে প্রকৃত মানুষ হতে পারেনা। আমাদের মনুষ্যত্বকে যদি বিকশিত করতে হয় তাহলে আবৃত্তির প্রয়োজন।’
সোমবার সকাল ১১ টার দিকে টিএসসিসি’র করিডোরে ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আবৃত্তিকাররা অত্যন্ত মেধাবী ও সাহসী হয়। একজন আবৃত্তিকার চাইলে ভালো অভিনেতাও হতে পারে। নিজের অন্তরকে আলোকিত ও পৃথীবির যে কোন স্থানে গিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তারা।’
ইসলামী বিশ্ববিদ্যালয় আবৃত্তি আবৃত্তি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নীলুফার ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টুম্পা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, টিএসসিসি’র পরিচালক ড. বাকী বিল্লাহ বিকুল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারন সম্পাদক আসিফ খান ও সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তি সংগঠনের সদস্য টুম্পা, আইনুন, অভ্র, রাসেল ও সাবরুনী অমর একুশের উপর বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।
বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান