বিশ্ববিদ্যালয় ও শিল্প-কারখানার মধ্যে যৌথ প্রচেষ্টায় গবেষণা ও উদ্ভাবনের সমন্বয় ঘটাতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি রিসার্চ কোলাবোরেশন: অপারচুনিটিস্, স্ট্র্যাটেজিস্ অ্যান্ড চ্যালেঞ্জেস্’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যলয়ের ৩১১ নং সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বলেন, আমাদের শিল্প-কারখানাগুলো গবেষণাভিত্তিক নয়, এগুলো শ্রমভিত্তিক। শিল্প-কারখানাগুলোর কর্তৃপক্ষ বিদেশ থেকে টেকনোলাজি ও পরামর্শক নিয়ে আসেন। কিন্তু আমরা গবেষণা ও উদ্ভাবনের কাজে এগিয়ে যাচ্ছি। শিল্প-কারখানাগুলো যদি আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করে তবে উভয়ই সমৃদ্ধশীল হতে পারবো। দেশ ও জাতি এগিয়ে যাবে। তিনি শিল্প-কারখানাগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একযোগে গবেষণা ও উদ্ভাবনে প্রচেষ্ট চালানোর আহ্বান জানান।
সেমিনারের রিসোর্স পারসন হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির ফ্যাকাল্টি ও গবেষক ড. আজহারুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে শিল্প-কারখানার সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে-এ বিষয়ে বিস্তর আলোচনা করেন। এতে তিনি সুবিধা, কৌশলগত দিক ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন।
সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন স্বাগত বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন