জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ঝুঁকি তৈরি করে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্টকারী শিক্ষকদের শাস্তির আওতায় আনাসহ আন্দোলনরত শিক্ষকদের প্রতি পাঁচটি দাবি জানিয়েছে উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। একই সাথে আন্দোলনরত শিক্ষকদেরকে প্রতিষ্ঠান বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের এই সংগঠনটি।
পাঁচ দফা দাবির বাকি তিনটি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখা, মাদক ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস গঠনে প্রশাসনকে সহায়তা করা সহ অবিলম্বে জাকসু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আহ্বান জানান সংগঠনটির সদস্য সচিব ও জাবি শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক বশির আহমেদ। এসময় তিনি বলেন, গণতন্ত্রের নামে নিজেদের গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার আকাঙ্খায় উন্মত্ত হয়ে পড়েছে কিছু স্বার্থান্বেষী শিক্ষক। এছাড়াও আন্দোলনকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ কলুষিত করছে।
এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্তমানে উপাচার্য বিরোধী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এবং স্ট্যাটিউট ‘লঙ্ঘন’, ৯ হলের প্রভোষ্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদ, আন্দোলনরত শিক্ষকদের সাথে হাতাহাতির ঘটনার বিচারসহ প্রক্টরিয়াল বডির অপসারণের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে তারা।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ