গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ‘পারুলিয়া উচ্চ বিদ্যালয়’ এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মফিজুর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকলের সম্মতিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
লন্ডন থেকে চার্টার্ড একাউন্টেন্ট ডিগ্রী অর্জন কারী মফিজুর রহমান এফএসএল গ্লোবাল লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় মো: মফিজুর রহমান স্থানীয় এমপি কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈনুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন