১৩ জুন, ২০১৯ ১৪:২৮

'সিইউডিএস'র দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

চবি প্রতিনিধি

'সিইউডিএস'র দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (সিইউডিএস)।

দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার প্রথমদিন শুক্রবার সকালে চবি আইন অনুষদে এবং প্রতিযোগিতাটির ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে শনিবার বিকালে চবি চারুকলা ইন্সটিটিউটে।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা সংসদীয় ধারার ট্যাব ফরম্যাটে (৪ রাউন্ড প্রিলিমিনারি) এ বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২টি দল অংশগ্রহণ করবে।

'আসুন বায়ু দূষণ রোধ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস-১৯। এরই ধারাবাহিকতায় আগামী ১৪-১৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের সার্বিক পৃষ্ঠপোষকতায় চিটাগং ইউনিভার্সিটি  ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজন করতে যাচ্ছে 'ডিওই-সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-১৯'।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আরও থাকছেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী ও চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর সভাপতি হিমাদ্রি শেখর নাথ।   

আয়োজনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফ হোসেন সুজন ,সাধারণ সম্পাদক, সিইউডিএস এবং সহ-আহ্বায়ক হিসেবে আছেন ইনতিছার বিন ইসমাইল, যুগ্ম সম্পাদক, সিইউডিএস ও  সাঈদ বিন মহিউদ্দিন, বিতর্ক সম্পাদক, সিইউডিএস।

বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর