২৪ জুন, ২০১৯ ১৭:১২

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ‘পাত্তা’ দিচ্ছে না রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ‘পাত্তা’ দিচ্ছে না রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর পূর্ণাঙ্গ কমিটি এক মাসের মধ্যে করতে গত মে মাসে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নির্দেশ দেয়া হয়েছে। সেই হিসেবে জুন মাসের মধ্যে রাবির আবাসিক হলগুলোতে ছাত্রলীগের কমিটি হওয়ার কথা। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির এই সিদ্ধান্তে ‘পাত্তা’ দেয়নি রাবি ছাত্রলীগ। জুন মাসের মধ্যে কমিটি দেয়া তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো রকম প্রস্তুতিই নেননি তারা।

ছাত্রলীগ সূত্র বলছে, গত মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর সারাদেশে ছাত্রলীগের অন্যান্য শাখাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি করতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নির্দেশ দেয়া হয়। এছাড়াও গত ১৬ জুন কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে ফোন করা হয়। এসময় সম্পাদক রুনুকে জুনের ২৫ তারিখের মধ্যে সম্মেলন করে হল কমিটি করতে বলা হয়। কিন্তু হল কমিটি করার বিষয়ে রাবি ছাত্রলীগ নেতাদের মধ্যে এখনো কোনো আলোচনা শুরু হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে কমিটি নেই ছাত্রলীগের। ছাত্রদের ১১টি হলে সর্বশেষ ২০১৫ সালে একবছর মেয়াদী কমিটি দেয়া হয়। সেই হিসেবে ২০১৬ সালে শেষ হয়েছে কমিটির মেয়াদ। আর ছাত্রীদের ৬টি হলে ঠিক কত বছর ধরে কমিটি হয়নি, তা জানেই না খোদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা। ফলে হলগুলোতে নেতৃত্বশূন্য ছাত্রলীগে কোনো চেইন অব কমান্ড নেই। ইচ্ছেমতো নেতাকর্মীরা সিট বাণিজ্যসহ নানা অপকর্মে জড়াচ্ছে। এতে শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগের ইমেজ সংকট ক্রমেই বাড়ছে। এছাড়াও ২০১৬ সালে এক বছরের জন্য দায়িত্ব নেয়ার পর মেয়াদ শেষ হলেও বর্তমান ছাত্রলীগের কমিটি হল কমিটির বিষয়ে কোনো কার্যক্রম হাতে নেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা জানান, বর্তমানে হল কমিটি দেয়ার মত সামর্থ এই কমিটির নেই। কারণ বর্তমানে হলগুলোতে যারা দায়িত্বে আছেন, তারা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন। আর তারা হলগুলোতে নেতৃত্ব দিবে এমন কোনো নেতা তৈরী করেননি। ফলে যখন তারা হল কমিটি দিতে যাবে, তখন দায়িত্ব দেয়ার মত কোনো যোগ্য ছেলেই তারা পাবেন না। সে কারণেই বর্তমান কমিটি হয়তো ছাত্রলীগের হল কমিটি দিতে গড়িমসি করছে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, হল কমিটি দেয়ার ব্যাপারে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। তবুও আশা করছি দ্রুত হল কমিটি দিতে পারব।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর