নরসিংদীতে গাপ্পি মাছ দিয়ে বায়োলজিক্যাল পদ্ধতিতে এডিস মশার লার্ভা দমনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নরসিংদীর শিবপুরের সৃষ্টিগড়ে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিখি ছিলেন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শিবপুর আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম সালাহউদ্দিন সেমিনারের সভাপতিত্ব করেন।
এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতা বিষয়ক নানা ধরনের বক্তব্য তুলে ধরেন। এডিস মশার উপদ্রব কমাতে ভেষজ উদ্ভিদের গাছ লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি এডিস মশার লার্ভা দমনে গাপ্পি মাছ দিয়ে বায়োলজিক্যাল নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করার কথা বলেন।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের প্রফেসর ড. শামীমা নাসরিন শাহেদ, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশেরভাইস চেয়ারম্যান ডা. মিনহাজ উদ্দিন আহমাদ ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ফারজানা