ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমের সমস্যা সমাধান ও সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে নতুন শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসনকে আবাসন সমস্যার সমাধানে ১৫ দিনের সময় দেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধান করতে না পারার কারণেই বিশ্ব র্যাঙ্কিং এ সম্মানজনক অবস্থান হারাতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
বারবার সময় নিয়েও আবাসন সমস্যার সমাধান করতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন শিক্ষার্থীরা।একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আবাসন সমস্যা সমাধান না করলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশ, অপ্রতুল আবাসন একজন শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক জীবনযাত্রার উপর খুবই বাজে প্রভাব ফেলে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার জন্য অনেক সময় এই প্রতিকূলতাকেই মেনে নেয় প্রান্তিক পর্যায় থেকে আসা এই বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে তাদের সুষ্ঠু আবাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও এখানে নীরব ভূমিকা পালন করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন